গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে চাঁদ ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলম ফকিরসহ ২ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শাহজাদপুর উপজেলার চড়া চিথুলিয়া গ্রামের চাঁদ ফকির ও তার চাচাতো ভাই গাজী ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার বিকালে বিরোধপূর্ণ স্থানে গাজী ফকিরের লোকজন ঘর নির্মাণের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে।
উত্তেজনা সংঘর্ষে রুপ নিলে উভয় পক্ষ লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সংঘর্ষের এক পর্যায়ে চাঁদ ফকিরকে চাচাতো ভাইয়ের ছেলে উপর্যুপরি লাঠি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই চাঁদ ফকির মারা যায় বলে পরিবারের লোকজন জানায়। এই ঘটনায় আলম ফকির ও সাদ্দাম ফকির গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আলম ফকিরকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, নিহত চাঁদ ফকিরের সাথে তারই আপন ভাই মৃত আসমত ফকিরের ছেলে রশিদ ফকির গংদের পৈতৃক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ রাতেই উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে হত্যার ঘটনায় নিহতের ছেলে মোঃ সবুজ ফকির বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭/৮ জনের নামে মামলা দায়ের করেছে।