বঙ্গবন্ধু নামটি লিখতে খুব সাধারণ চার অক্ষরেই লিখা যায় কিন্তু ইহার ব্যাখ্যাটা খুব অসাধারণ। যার ভিতর লুকিয়ে আছে অতুলনীয় রক্তিম ইতিহাস ।
যিনি ছিলেন সাড়ে সাত কোটি মানুষের প্রতিটি ফোঁটা রক্তের অধিকার বাস্তবায়ক । তিনি চিরজীবন চেয়েছেন ন্যায্য অধিকার এবং সুবিধা বঞ্চিতদের দিয়েছেন অগ্রাধিকার।
জুলুমের শিকল ভাঙ্গাই ছিল তার পণ . আমার জ্ঞান হবার পর থেকেই বঙ্গবন্ধুর প্রতি খুব শ্রদ্ধা ও সম্মান হতো বিশেষ করে ,আমি মুক্তিযুদ্ধের ছবি খুব ভালোবাসি এমন কোন ছবি নেই যে আমার দেখা হয়নি যখন জানতে পারলাম যে, এই মহান রক্তক্ষয়ী সমুদ্রের নায়ক তিনিই ।
তখন থেকেই তার প্রতি আমার শ্রদ্ধার স্থানটি হিমালয় পবর্ত অতিক্রম করলো । আমি একটি জিনিস বিশ্বাস করি যে মহান আশরাফুল মাখলুকাতদের কোনদিন ব্যাখ্যা হয়না তারা নিজেরাই নিজেদের তুলনা ।
লেখক : শেখ সম্রাট নীল উপ প্রচার সম্পাদক, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ ।