ঈদ উল ফিতর উপলক্ষে নড়াইলে ই-অরেঞ্জ এর সহযোগিতায় মাশরাফি বিন মর্তুজার পক্ষ থকে ১ হাজার পরিবারের জন্য ঈদ সামগ্রী উপহার হিসাবে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে আজ (১২ মে) থেকে।
বাংলাদেশ জাতীয় দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রতিনিয়তই নিজ শহর নড়াইলের মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা নিয়ে। ধারাবাহিকভাবে এই কাজ করার উদ্দেশ্যে নড়াইলে প্রতিষ্ঠা করেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ সংগঠনও।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোর কাজটা করেছেন আরও গতিশীল। করোনার শুরু থেকেই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত।
এবার আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরণে তার সঙ্গী হয়েছে ই-কমার্স ওয়েবসাইট ই-অরেঞ্জ। তাদের পৃষ্ঠপোষকতায় ১ হাজার পরিবার পাচ্ছে ঈদ সামগ্রী।
আজ থেকে শুর হওয়া কার্যক্রম চলবে আগামীকাল (১৩ মে) ৩০ রমজান পর্যন্ত। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ পোলাও চাল (১ কেজি), গুড়া দুধ (২৫০ গ্রাম), সেমাই (১ প্যাকেট), চিনি (১ কেজি), তেল (১/২ কেজি), ডাল (১/২ কেজি) ও খাবার স্যালাইন।