ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে মশাবাহিত চিকুনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃ’ত্যু হয়েছে। গত শনিবার দেশটির সরকারি এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানায় আনাদলু এজেন্সি। করোনাভাইরাস নিয়ে বিশ্বে যখন টালমাটাল অবস্থা তখন যুদ্ধবিধ্বস্ত দেশটিতে চিকুনগুনিয়ার খবর পাওয়া গেল।
জানা যায়, দেশটিতে মশাবাহিত এই রোগে এখন পর্যন্ত তিন হাজার মানুষ আক্রান্ত হয়েছে। মৃতদের মধ্যে সরকারের উচ্চপদস্ত কর্মকর্তারাও আছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বলেন, শেখ ওথমেন জেলার গভর্নরও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন আগে মারা গেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, গত ২১ এপ্রিল ভারি বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে।
বন্যাতেও ঘটেছে মৃত্যুর ঘটনা। সরকারি হিসাব মতে, বন্যায় আটজন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন শিশু ছিল। এ ছাড়া অনেক ঘরবাড়ি বন্যার পানিতে ধ্বংস হয়েছে ও ভেসে গেছে।
ইয়েমেন সরকার প্রাকৃতিক সেই দুর্যোগের পর অস্থায়ী রাজধানীটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে।
গত এপ্রিলের মাঝ থেকে হওয়া ভারি বৃষ্টির কারণে ইয়েমেন এক লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর কারণে সৃষ্ট জলাশয়গুলোতে মশার প্রজনন শুরু হয়েছে। যার কারণে মে মাসের শুরু করেই ওই এলাকার মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত হতে শুরু করেছে।