শামীমা আলম চিনু, বাবা গােলাম মাওলা ও মা জাহানারা বেগমের ছয় সন্তানের মধ্যে তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। বাবা ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পরিচালক ৷ চিনু একজন প্রতিভাবান ব্যক্তিত্ব।
লেখালেখি,মিউজিক ভিডিওর পাশাপাশি সংগীত অঙ্গনেও নিজেকে সম্পৃক্ত রেখেছেন তিনি ৷ জাতীয় রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের একজন গর্বিত সদস্য শামীমা আলম চিনু ৷
নিজের পরিচালিত সুর সৃষ্টি’ নামে একটি একাডেমি ছিলো তার যেখান থেকে গান, নাটকসহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ হতো।এ পর্যন্ত তার নিজের প্রকাশিত গানের সিডি ও ভিসিডির সংখ্যা অসংখ্য।
এর মধ্যে মনের কথাটি শােন, কেমনে ভুলিব, মনে কি দ্বিধা, শ্রাবণের আমন্ত্রণে, ওরে আমার হৃদয়, আমার প্রিয়ার ছায়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শামীমা আলম চিনু অনেক বই লিখেছেন৷তার মধ্যে “ভূতের বাড়ি” বইটির জন্য তিনি পুরস্কৃত হয়েছেন ৷
একাধিক বার তিনি আমেরিকার ফোবানায় যােগদান ছাড়াও যুক্তরাজ্য ও এশিয়ার বিভিন্ন দেশের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি রেডিও-টেলিভিশনসহ দেশের প্রায় সকল চ্যানেলগুলাের একজন নিয়মিত সংগীত শিল্পীও ৷
বাস্তব জীবনের নানা প্রেক্ষাপট নিয়ে তাঁর বিভিন্ন মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন শামীমা আলম চিনু ৷ স্বামী প্রকৌশলী শাই আলম ডেসকোর ভারপ্রাপ্ত সাবেক মহাপরিচালক ছিলেন ৷ ছেলে শিশির ও মেয়ে মৌরি নিয়ে তাঁর সুখী সংসার।খুব শীঘ্রই আমরা শামীমা আলম চিনুর উপরে সংগীত,সাহিত্যে তার অবদান তুলে ধরবো দেশবাসীর উদ্দেশ্যে ৷
খুব শীঘ্রই আমরা শামীমা আলম চিনুর উপরে সংগীত,সাহিত্যে তার ও অবদান তুলে ধরবো আপনাদের সামনে ৷